হৃদয়হীন
হৃদয়হীন
আমি ভালো আছি
নিজের মৃত দেহটাকে নিয়ে,
যে দেহের প্রাণ চুরি গেছে,
তা প্রাণহীন দেহ বই তো নয়।
মৃত্যু প্রাণ নিলে ক্ষতি নেই,
কিন্তু তুমি আমার জীবন্ত
দেহে দিয়েছো মৃত্যুর স্বাদ।
যেমন হঠাৎ করেই তুমি
এসেছিলে জীবনে, তেমন
হঠাৎ করেই আমার প্রাণ
ছিনিয়ে নিয়ে চলে গেলে
অনেক দূরে, তুমি কি জানো,
আমি তোমার জন্য হৃদয়হীন
হয়ে বেঁচে থাকবো, শুধু দেহের
মৃত্যুর আশায়, মৃত্যু মানে আবার
একটা ভোর, নতুন জীবন, নতুন আশা, হয়তো সেই জীবনে
এই প্রাণঘাতী প্রেম আবার আসবে, আমি আবার হৃদয়হীন
দেহ নিয়ে বেঁচে থাকবো কোনো
নতুন জন্মের আশায়।
