পিছুটান
পিছুটান
জৈষ্ঠ মাসের কালবৈশাখী ঝড়
থেমে গেছে ।
মন ভিজেছে আষাঢ়ে কান্নায়।
এবার বিদায় দাও আমায়,,,
দেখ হবে যদি কোন দিন
আবার যদি হয় সময়
পথটা কাচের বাইরে ঝুঁকে পড়ে
দেখে ঘন সবুজ মায়ায় ,
কিভাবে জীবন হারায়,,
গাছেদের সারির পিছুটান ফেলে
যাবো আমি অনেক দূরে চলে
হলুদ কচি ধাণি রঙের শাড়ি
পরে থাকবে না যেখানে বঙ্গ সুন্দরী
গাঢ় পাটের পাতায় সন্ধ্যার রঙ হবে না
যেখানে কালো।
তুলসী তালায় যেখানে জ্বলবে না আলো।
আমার রুপসী বাংলাকে ছেড়ে
আমি চলে যাবো দূরে।
বিদায় দেবে আমায়
নড়তে থাকে তাল গাছের পাতা।
পিছু টান হীন মন হয়তো
ভুলে যাবে লিখেতে কবিতা।
কারণ সব শব্দরা তো শুধু বলে
আমার বুকে জেমে থাকা ব্যাথার কথা ।
তবুও পিছুটান হীন মন ,
উপলব্ধি করছে এক শিহরণ,
দেখছে হারিয়ে যাওয়ার চোখে
হারিয়ে যাওয়ার স্বপন
