STORYMIRROR

💖Susmita Goswami💖

Abstract Tragedy

4  

💖Susmita Goswami💖

Abstract Tragedy

অভিনয়

অভিনয়

1 min
290

হাসিটা মুখে রাখতেই হয়

খুশি থাক বা না থাক! 

হাসতে হাসতে তো আসবে একদিন 

ঐ মৃত্যুর ডাক! 

বুঝতে পারি না কখন যে চোখে জল 

আর কখন যে মুখে হাসি

নিষ্ফল চোখে তবুও চেয়ে 

কষ্টেতে বুক ভাসাই! 

নীরবতার তীব্র চিৎকারে বুক যাচ্ছে ফেটে, 

গলা যাচ্ছে ছিঁড়ে 

দেখতে পাচ্ছে না কেউ, শুনতেও পাচ্ছে না 

কেউ এই যন্ত্রণা রে!  

"আমি ভালো আছি " হ্যাঁ সত্যিই ভালো আছি 

অভিনয় করতে করতে কখন যে হারিয়ে গেছি, 

নিজেই জানি নে...... 

মনটা গেছে দু টুকরো হয়ে 

চোখ হয়েছে রক্তরাঙা

চারিদিকে অথৈ সাগর!

নেই আশার ডাঙা!! 

স্বপ্নগুলো যতন করে বুনেছিলাম যেদিন

ভাবিনি সেদিন সেই স্বপ্নই উপড়ে ফেলতে হবে!

এখন শুধু ভাবি একলা, অনেক রঙ্গই তো হলো

অনেক হলো স্বপ্ন দেখা, এবার যাবো কবে??

মনটাই যখন গেছে মরে 

শরীর তাহলে বাঁচে কি করে?? 

বুঝল না কেউ মনের কথা, শুনল না কেউ অন্তরের ক্রন্দন

দেখল না কেউ হৃদয়ের ক্ষত, জানল না কেউ প্রাণের বেদন 

দেখল শুধু চোখের জল লুকানোর হাসি 

শুনল "আমি তোমাকে ভালবাসি"

বুঝল আমি অনেক ভালো আছি

জানল আমি চিরকালই হাসিখুশি !! 

চোখ দুটো বন্ধ হয়ে গেল হঠাৎ! 

থেমে গেল হৃদস্পন্দন !

থেমে গেল সব হিসেব নিকেশ 

পেতে হবে না আর মিথ্যে অভিনয়ের পারিশ্রমিক ......

 

 


Rate this content
Log in

Similar bengali poem from Abstract