হৃদ যন্ত্রণা
হৃদ যন্ত্রণা


আকাশ যেমন
তার অভিমান লুকিয়ে রাখে
সাদা কালো মেঘের ভাঁজে,
আমিও আমার অভিমান গুলো
ভরে রেখেছি আশমানি নীল বন্ধ খামে।
ডাইরীর পাতায় রেখেছি লিখে
ভালবাসার ব্যার্থ সব অনুভূতি,
যত ছিল ভালবাসা পাওয়ার
আমার হৃদয়ের করুণ আকুতি।
যত বার ভেবেছি পেয়েছি তোমার ভালবাসা
ছুঁয়েছি তোমার মনের তল,
তত বার হয়েছি প্রত্যাখ্যাত
তত বার ভেঙেছে মনোবল।
হাত ধরে ঝাউবাথিতে পথ চলা
কানে কানে গুঞ্জিত গান,
ঝরনার জলে পা ডুবিয়ে বসে থাকা
কিংবা সাগরের জলে অবগাহন-
সব ছিল তোমার অভিনয়-
সব ছিল তোমার ছলনা,
সব ছিল আমার সরল বিশ্বাস-
সব ছিল আমার ভ্রান্ত ধারণা।
যে প্রতিশ্রুতি আর অঙ্গীকার
আমার চোখে এঁকে দিয়েছিল রঙিন স্বপ্ন
আজ তা আকাশকুসুম কল্পনা,
তোমার বঞ্চনা মাখা স্মৃতি
আজ শুধু আমার হৃদ যন্ত্রণা!