হলুদ রঙের দিন
হলুদ রঙের দিন
হলুদ আমার প্রিয় রঙ। তোমারও।
সেই রঙে আকাশ খেলছে হোলি
তার প্রিয় নদীর সাথে। দেখো।
সূর্যের কাছে ধার করেছে আকাশ
খানিকটা হলদে মায়াবী আবির
ছড়িয়ে দিয়েছে নদীর বুকে।
স্তিমিত নদী এক লহমায়
হয়ে উঠেছে চঞ্চলা।
ঠিক যেন নবযৌবনা রমনী।
তার সবুজ আয়নায় তখন
হলদী সূর্যের প্রতিচ্ছায়া।
নব প্রেমে মাখামাখি হয়ে থাকলো
একটা হলুদ রঙের দিন।
দখিনা বাতাসে শিহরণ জাগে,
তিরতির করে কাঁপতে থাকে নদী
নতুন প্রেমের আহ্বানে।
খবর দিয়েছে বাতাস...যে
বসন্তকাল এসে গিয়েছে।
তাই বুঝি তোমার মনও অস্থির
পথভোলা পথিক হয়ে ঘুরছো একাকী।
অভিমানের কুয়াশা সরিয়ে
যদি আসো পুনরায়,
দেখবে একই রকমভাবে সেজেছে
হলুদ বসনে, হলুদ চন্দনের তিলক
আর হলুদ ফুলের গহনায়
তোমার সেই মেয়ে।
আজও বসে আছে...তোমার প্রতীক্ষায়।।