হলুদ কুর্তি
হলুদ কুর্তি

1 min

884
স্বপ্নে তোকে দেখি হলুদ কুর্তি তে,
কি সুন্দর লাগলো তোকে দেখতে যে ।
স্বপ্ন সত্যি হওয়ার আশায়
তাইতো আছি জেগে ।
একটু হলুদ কুড়িয়ে পেলাম,
মস্ত আকাশে ।
চলে যাস্ হঠাৎ করেই
সময় হলে শেষ,
মনটা শুধুই বলতে থাকে
এইবার খাবো কেস্ !
তাও থাকে মনের মধ্যে স্বপ্ন দেখার রেশ,
স্বপ্নে তোকে হলুদ কুর্তি মানিয়েছিল বেশ !
স্বপ্নে আমার মাথায় যে তোর
নরম হাত টা এলো !
সঙ্গে ছিল তোর খোলা চুল,
একঢাল ঘন কালো ।
রাতপরীদের তৈরি সে তুই যেন আলেয়ার আলো !
স্বপ্নে তোর হলুদ কুর্তি লাগছিলো খুব ভালো !!