STORYMIRROR

Bimal Roy

Abstract Tragedy

2.4  

Bimal Roy

Abstract Tragedy

হিরোশিমা-নাগাসাকি দিবস স্মরণে

হিরোশিমা-নাগাসাকি দিবস স্মরণে

1 min
31.6K



সভ্যতার জ্বলন্ত অগ্নিশিখায়

পুড়িছে অসভ্য সমাজ শব।

ফিরে ফিরে আসে হিরোশিমা-নাগাসাকি

সভ্যতার আলোকে।

ফেরে বিষাক্ত মাদক রঙিন মোড়কে।

বিঞ্গানের বাণিজ্যিক সভ্যতায়

কামনা শুধুই ইউরো-ডলার,

পিতা-মাতা-ভাই-বোনেও আপন

স্বার্থে অহরহ করিছে সংহার।


স্ত্রী--সে তো কামনা পুরণের ধন,

গুপ্ত ঘাতকের হাতে সন্তান হারায় জীবন।

শুধু আপন স্বার্থ চরিতার্থ

তরে পরিবার বন্ধন।

সমাজ সংস্কার শুধু

মনোবাঞ্ছা করিতেপুরণ।

জনতা শোণিতে জ্বালায়ে দীপ

খেলছে হোলি তারই খুনে।

ভাষা তরঙ্গে হেলায় দলিছে

রাখি আপনায় তাদেরই তুণে।

শক্তি দম্ভে মাতোয়ারা

রচে বিজয় কেতন।


নখ-দন্ত হীন সভ্য ভাষা বিশারদ

তপ্ত মসীর আঁচড়ে করে আস্ফালন।

মোহময় বর্ণযোগে সুধিজন রচে ভাষাছন্দে,

সরলতার নির্মল হাসি মিলায় সে ভাষাদ্বন্দ্বে।

উজ্বল সভ্যতার আলোকের নীচে বিরাজে

অসভ্যতার মলিন আঁধার।

আলো সাথে আঁধারের লুকোচুরি

খেলা নিরন্তর।

চেতনা হীন সভ্যতা জ্বালায় চেতনদীপ

আঁধারে করিতে লীন,

তারই তলে বসি, ঝরায় সে অশ্রুবারি,---

আপনায় করিছে মলিন ।


সভ্যতার বিষাক্ত শ্বাসে শ্বাসে বায়ুবীজ

দানবেরা আনন্দে নাচিছে উদ্দাম নাচন।

তপ্ত বায়ু অনলে, শান্ত সমাহিত শীতল

প্রকৃতিকে করিছে ছারখার,-------

অসভ্যে করিছে দহন।

তবু মত্ত আধুনিকতার করি জয়গান,------

আকাশে বিমান,----

ভূতলে কামান,------

সাগরে মারণযান,------

হাতে উদ্ধত স্টেনগান।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract