হিমুর রুপা হতে চাই না
হিমুর রুপা হতে চাই না
আমি আর এখন কাল্পনিক হলুদ হিমুর নীল রুপা হতে চাই না,
কোন এক সময় হতে চেয়েছিলাম তখন হলুদ হিমুই আমাকে চায় নি ।
আমি আর এখন চাই না কেউ আমার জন্য কটকটে হলুদ রঙের পাঞ্জাবি পরে আসুক
আজ আর চাই না কেউ আমার জন্য একটা দিন হিমু সাজুক
আমিও আজ থেকে নীল শাড়ি পরম যত্নে গায়ে জড়াব না
আর কখনো হলুদ হিমুর নীল রুপা হতে চাইব না,
আর চাই না কেউ আমার খোঁপায় সুবাসে ভরপুর হলুদগোলাপ গুঁজে দিক
হলুদগোলাপ আমার বেশ পছন্দের কিন্তু নাহ আর চাই না আমার হলুদ গোলাপ ।
আমি চাই না আর কোন নীল বেদনা হয়ে ছুঁতে,
আমি চাই না আমার বিরহে কেউ দুঃখবিলাসী হোক,
আমি চাই না কেউ আমাকে কোন একদিন খুঁজে বেড়াক।
আমি চাই না কারো কাছে নীল পরী হতে,
আমি চাই না কেউ আমাকে কখনো নীল শাড়ি পরে পাশে হাটতে বলুক ।
আমি চাই না কেউ একগুচ্ছ নীলপদ্ম আমার হাতে দিয়ে বলুক ভালোবাসি
আমি চাই না কেউ আমাকে নিয়ে দু একটা চিঠি লিখুক ।
আমি চাই কেউ একজন আমায় ভুলে যাক ।
যে হলুদ গোলাপকে আমি বড্ড ভালোবাসি
সেই হলুদ গোলাপ আমার সাথে করলো আড়ি।

