STORYMIRROR

Utso Bhattacharyya

Abstract Classics Fantasy

3  

Utso Bhattacharyya

Abstract Classics Fantasy

হিমেল পরশ

হিমেল পরশ

1 min
499

হেমন্তিকার বিদায়বেলায় শৈত্য এলো তবে;

চুপিচুপি কখন এলো—নিঃসাড়ে নীরবে?

বাতাসে আজ হিমেল পরশ ওতপ্রোত মিশে;

হাড় কাঁপানো ঠান্ডায় তাই, পাই না খুঁজে দিশে!

শীতের আমেজ বড়ই মিঠে মিষ্টি রোদের তাপে,

তবুও ওরা কাপড় বিনে ঠান্ডায় কেন কাঁপে?

হাল ফ্যাশানের শতেক পোশাক শীতের বাজার জুড়ে—

রঙবেরঙের কথকতা হিমেল চাদর মুড়ে!

শীতের আমেজ মধুর বড়—হরেক রকম খাবার!

আবার কারোর চেষ্টা কেবল একটু পেট ভরাবার!

হিমেল পরশ লাগলো প্রাণে—রোমাঞ্চ না কাঁপন?

নির্ভর করে উত্তর, তার কেমনে দিন যাপন!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract