হিমেল দাপট
হিমেল দাপট
জনশূন্য চারিদিক, নির্মম শীত,
হিমেল দাপটে স্তব্ধ প্রকৃতির প্রীত |
ঘন কুয়াশার দৃষ্টিহীন আচ্ছাদন,
বৈরি আবহাওয়ায় শরীরী কম্পন।
পাতা ঝরা গাছের শাখায় শীর্ণতা,
পেঁজা তুলোর বরফে শীতের পূর্ণতা।
প্রকৃতি ছিনিয়ে নিয়েছে রঙিন আভরণ,
থমকে গেছে দিবসের উচ্ছ্বল স্পন্দন।
হাড় কাঁপানো শীতে আকস্মিক অনন্বয়,
নিঃসঙ্গতা জন্ম নিয়েছে হারিয়ে সমন্বয়।
সৃষ্টির নৈসর্গিক শোভার স্ফীতি রূপে,
স্তব্ধ রয়েছে বরফ ঢাকা অন্তহীন কূপে।
পক্ষীকুল পরিযায়ী উষ্ণতার আশে,
পাড়ি দেয় দূর দেশে, রইবে প্রবাসে।
প্রবাহ হারিয়ে জলধারার ধবল কঠিন রূপ,
হিমেল হাওয়ায় উচ্ছ্বাস নিশ্চুপ।
তুষারপাতের সঙ্গে ঝরে ঘরবন্দীর ব্যথা,
নিস্তেজ দিবস কালে হাঁপায় মনের কথা।
হিম জমেছে জানালার কাঁচে, দৃষ্টির চশমায়,
এক চিলতে রোদের আশা প্রাণের বার্তা বয়।
নিঃশ্বাসের বাতাস দিলো গরম অনুভূতি,
আগুন তাপে ভরসা করে কাটবে শীতের রাতি।
