STORYMIRROR

Nandita Pal

Abstract Fantasy

3  

Nandita Pal

Abstract Fantasy

হেমন্ত

হেমন্ত

1 min
202


ছাতিমের থোকা থোকা ফুলে গাছ ভারী খুশি,

সকালের পাতায় পাতায় শিশিরের আলতো ছোঁয়া।

উত্তুরে হাওয়ায় মাঝে মাঝে শুকনো পাতার আওয়াজ,

হেমন্ত দরজায় দাঁড়িয়ে যেন শীতের অপেক্ষায়।


ধানের খেতে হাওয়ার দোলা আনন্দের,

নতুন ফসলের সেজে উঠবার প্রস্তুতি।

হাজার তারায় আকাশের আজগুবি সব চিত্র-

দীপাবলীর প্রদীপে অন্ধকারের মাঝে সেই আলোর অনুভূতি।


সকালের সাদা পদ্ম সন্ধ্যায় গোলাপী,

কোজাগরী চাঁদে কার মায়াবী আলাপ।

নদীতে ভাঁটার টানে বাউলের সুরের টান।

হৈমন্তী সন্ধ্যা সাজে কারো সাথে অনেকদিন পরে দেখা হবার।


এত সাধের কাঞ্চনজঙ্ঘা যেন হাত বাড়ালেই,

লক্ষ্মী পেঁচা রান্নাঘরের চালে এক দুবার।

দরজায় পায়ের শব্দ প্রতিক্ষণে তার আসবার,

একরাশ স্মৃতিতে মন দোর খুলে নতুনকে দেবার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract