হে প্রিয়তমা
হে প্রিয়তমা
তখনো বসন্ত আসেনি প্রকৃতিতে,
শ্রাবণের বৃষ্টি মুখর দিন ..
আর মেঘ-রোদ খেলা
আকাশময় .....
আমি একুশ আর তখন
তার সতেরো বোধায় ।
ট্রেনের জানালার ভাঙা কাঁচ
আলতো বৃষ্টি ছোঁয়া
আমি হাত বাড়িয়ে
বৃষ্টি ধরছি ......
আর তার সাথে দেখা
অপরিচিতা .....
অথচ, হাসিতে বসন্ত ছোঁয়া !
তারপর আবারো আবারো
ট্রেনে দেখা, কতবার .....
চোখ ছুঁয়ে হাত ছোঁয়া
হৃদয়ের কাছাকাছি হৃদয় রাখা ---
কেটে গেছে অনেক বসন্ত,
শীত কিংবা বর্ষা
বয়স বেড়েছে দু'কুড়ি আরো
আমার আর তোমার ও
সেই তবে থেকে আজ
একসাথে পথ চলা
হে বন্ধু মোর
হে মোর প্রিয়তমা .......।