হে পাখি সদয় হও ll সনেট
হে পাখি সদয় হও ll সনেট


পাখিরা সদয় হও, তোমাদের প্রাচীন সঙ্গীতে
ডিমের কুসুমমাখা প্রভাতের রবি রশ্মিকণা
সযত্নে ছড়াক আজ দূর্বিষহ করুণ এ শীতে
হিমেরা ছোবল হানে হিংস্রতার তোলে বিষ ফণা
বিষম এ রাতে কাপে অর্ধনগ্ন প্রিয় অনুভব
পুজির পুলক নিয়ে হিমবধ নিয়ন্ত্রিত ঘরে
তৃপ্তির ঢেকুর তোলে পুজিবাদ বিত্তের বৈভব
কেমন বৈষম্য আহা শীত হয়ে হিমকণা ঝরে
যে দেশে বিবস্ত্রা নারী রাজপথে খুজেঁ খুদেকুড়া
যে দেশে ঘুমন্ত রাত শুয়ে থাকে উপুড় ভঙ্গীতে
অলাজ বিবেক নিয়ে হেটে যায় উদাসী অনূঢা
হে পাখি সদয় হও, আনো ভোর প্রভাত সঙ্গীতে
শীতের সন্ত্রাসে আজ প্রকম্পিত রাতের বিবর
উর্বর উষ্ণতা আনো বাস্তবিক তপ্ত কর ঘর