STORYMIRROR

Paula Bhowmik

Abstract Romance Fantasy

4  

Paula Bhowmik

Abstract Romance Fantasy

হাসি কান্না

হাসি কান্না

1 min
236

নানা পাখির ডাকাডাকির চোটে, ভোর হতে না হতেই, 

একটা দিন যে শুরু হলো তা বোঝা যায় বেশ একটু। 

তবে কি করে যে দেখতে দেখতে পুরো দিনটা _____

হুড়মুড় করে শেষ হয়ে যায় তা বোঝা কঠিন বড়ই।

বন্ধুত্বটা কি বা কেমন তা বোঝা যায় অল্প আয়াসেই,

কি করে বোঝাই, ভালোবাসা হতে পারে না ছুঁয়েই।

মনের এই অনুভুতিও ফুরিয়ে যেতে পারে অনায়াসে!

মুখেই হয়তো শুধু কেউ বলতে পারে যে ভালোবাসে,

ভালোলাগা না ভালোবাসা হয়তো বোঝেনা নিজেই।

ভালোবাসার প্রথম ছোঁয়া যেন থাকে শেষ বেলাতেও,

একটা মানুষ সারাজীবন ধরে চায় তো শুধু এটুকুই।

চলতে গিয়ে পথে থাকতেই পারে নানা চড়াই উৎরাই,

মনোমালিন্য হয়, তবু ভালোবাসাটা যেন থেকে যায়।

গত বছর শুরুটা হয়েছিলো দিয়ে এক পেঁপের পাতা,

সেই গাছটাও চেয়েছিল বাঁচতে উঁচু করে ওর মাথা।

কিন্তু দেখে সাদা মধুপোকা আর পিঁপড়ের সহাবস্থান,

নিজের বিন্দু বিন্দু রক্ত, ও বাধ্য হয়েছে করতে দান।

হ্যাঁ, কিছু মাস পরে গাছটা হয়ে গেছে একদম শেষ,

মনে আছে 2021 লেখা ঐ পেঁপে পাতার ছবির কথা।

গাছটা না থাকলেও মনে তো রয়ে গেছে তার রেশ ! 

আর মাত্র একটা দিন বাকি, তার পরেই বছরটা শেষ। 

বহুদিন শুরু হবে এমনই আরো নতুন নতুন বছর, 

এরকমই সেই বছরগুলোর শেষ দিন হবে উৎযাপন। 

অনেকেই থাকবে অপেক্ষায়, হবে নতুনের আগমন, 

কিন্তু কি জানি কে কে নেবে বিদায়, কোন প্রিয়জন ! 

কোন বছরে শুধু একারণেই কার হবে যে খারাপ মন। 

জীবনের শুরু এতো খুশীর আর শেষটা এতো কঠিন, 

বলা সোজা-ভাবা কঠিন, হাসি-কান্না মিলেই জীবন। 



Rate this content
Log in

Similar bengali poem from Abstract