" হারানো কবিতা, ভাসানের পর!"
" হারানো কবিতা, ভাসানের পর!"
আরম্বরের বিসর্জনে বিদায় বেলার সুর বাজে!
হঠাৎই ,
বন্ধ মনের আনন্দ জোয়ার, হৃদয় কাতরতায়।
আগামীতে আসার অনুপ্রেরণাই কিছুটা স্বস্তি।
তবে----
এক কোণে মনের ঠাঁই শুধু অপ্রাপ্তি,
কোথায় যেন মনে হয়,
আসিলো হুংকারে গেল নিস্তব্ধতায়,
মনে বড় কাঁটা দেয়,
আবার ৩৬৫ দিন ঘুরে!
তোমার অনুপস্থিতি মাগো,
অযুত বৎসর কাল!
না হলেই কি?
মাকে ভাসাতে।
কোন অধমের মন চায়?
নিতান্তই সামাজিক রীতির ধর্মীয় বেড়াজাল।
সকালের সূর্যাস্ত!
আজ একটু অন্যরকম,একটুখানি বীভৎস,
আজ আর কালকের মত জনরব নেই!
কালকের মতো!
পাঁপড় ওয়ালাও রোগা-পাতলা কামরাঙ্গা গাছের নিচে
দাঁড়িয়ে নেই!
মন্দিরের চাতালের এক কোণে--
পড়ে থাকা,এক থালা খিচুড়ির উপর রাঙ্গামাছি আর বসবে না!
আজ সময়টা একটু অন্যরকম,
একটু ভয়ানক, একটু বিষাদ ময়!
আজ যে ভাসানের পর!
আজ হঠাৎই মনে হলে খুঁজেছি তোমাকে জানতে!
মনের অগোচরে হারিয়ে গেছো আধুনিক চিন্তে,
পুরনো বইয়ের গন্ধ বলে, এই কী সেই চিরকুট ?
কবি বলে , বলি!
এই তো সেই হারানো কবিতা!
পেয়েছি তোমায়,
"ভাসানের পর"!
