হাগ ডে
হাগ ডে
যেদিন তুই প্রথম এসে জড়িয়ে ধরলি, অদ্ভুত ছিল সে অনুভূতি,
ঘটনাক্রমে দিনটি ছিল হাগ ডে, সে ছিল অদ্ভুত এক স্মৃতি |
তোর ছোট্ট দুহাত যখন এসে আমার কাঁধ টা প্রথম ছুঁলো,
তোর মা ডাকটা এ ভিজলো আমার গলার স্বর, অশ্রুধারা বইলো |
অবাক তোর চাহুনি, তবু ওরা বলে তুই নাকি, দেখিস না রে চোখে কিছু,
মা মরা ছোট্ট তোকে, যখন এনেছিল হোম এ, ছিলি তুই বড়োই বিচ্ছু |
তোর এই মিষ্টি হাসি, দুষটু চাওয়া আর এই স্বর্গীয় আলিঙ্গন,
মনে হয়েছিল সে স্বর্গসুখ, স্নিগ্ধ হয়েছিল মন |
মিষ্টি গলায় যখন সুধালি তুই হ্যাপি হাগ ডে মাম্মি,
আমার চোখের লেন্স এ পড়লো ধরা তোর ওই নিষ্পাপ চাহুনি |
তারপর থেকে আমার চোখে তোর এই জগৎ দেখা, শুরু এ পথ চলা,
আজ তুই অনেক বড়, শিক্ষিত তুই, তোর অদম্ম্য স্পিরিট থেকেই সব শেখা ||