হাগ ডে (আলিঙ্গন)
হাগ ডে (আলিঙ্গন)


কারফিউ জারি হোক দু'টি হৃদয়ের সমস্ত দূরত্বের মাঝে -
ব্যস্ততাকে সরিয়ে নিবিড়তা খুঁজে নিক ভালোবাসার অঙ্গন,
বুকের ভেতর জমা অভিমানের বরফ গলে জল হয়ে যাক
আঁকড়ে ধরে রাখার অদম্য ইচ্ছের আবেগ মাখা ওমে।
মুহূর্তের আলিঙ্গনে দু'টো প্রাণ ছুঁয়ে ফেলুক একটাই অস্তিত্ব,
জাপটে ধরে অনুভবের সিঞ্চনে মাতোয়ারা হয়ে উঠুক মন,
হৃদয় সাঁকোতে অমোঘ আকর্ষণের আবেগী স্পর্শের মোহনা;
গূঢ় উপলব্ধির মধুর সুবাসে সিক্ত কিছু সোহাগী অনুরাগ,
আদুরে আলাপনে মনঘরে বিলীন একমুঠো সুরভিত নির্যাস,
অনাবিল তৃপ্তিতে অন্তরের উষ্ণতায় ভালো থাকুক প্রিয়জন।
বসন্ত মাখা গল্প লেখে আদুরে প্রেমের সম্মোহন,
আলিঙ্গনে বদ্ধ থাকুক ভালোবাসার ডাকপিয়ন।