গ্রামবাংলার দূর্গাপুজো
গ্রামবাংলার দূর্গাপুজো
গ্রাম বাংলার উৎসব হলে
মেতে থাকে সবাই,
আনন্দে উঠতো মেতে
আনন্দ রাখবে কোথায়!
যার যেখানে ইচ্ছে হতো
ছুটে বেড়াতো,
সব আনন্দ যেনো তারা
লুটে বেড়াতো।
গ্রামবাংলার দূর্গাপুজোয়
হতো অনেক আমেজ,
ঢাক ঢোল আর কলোরবে
এক আলাদা ইমেজ।
>>>
ইচ্ছা
