STORYMIRROR

Debasree Banerjee

Romance Fantasy

3  

Debasree Banerjee

Romance Fantasy

গোধূলির(দেবশ্রী) কবিতা-বৃষ্টি

গোধূলির(দেবশ্রী) কবিতা-বৃষ্টি

1 min
297

সারাদিন টিপ টিপ

টুপ্ টাপ্ বৃষ্টি,

মেঘ আর রোদ্দুরে

যেন করে শুভদৃষ্টি।

প্রকৃতির এই খেলা

দেখে লাগে মিষ্টি

শিল্পী যে ভগবান

তাঁর এই সৃষ্টি।

গ্রীষ্মের দাবদাহ

দিলো বুুুঝি মুক্তি,

বৃষ্টির সাথে ও যে

করেছিল যুক্তি।

আঁখি মেলে শতদল

ভেঙে তার সুপ্তি,

একমুখ হাসি হাসি

শিশু কয় রত্তি।।

মেঘেরা যে পাল তুলে

দিলো দূর আকাশে,

আনন্দে পাতাগুলি

দোলে ঝিরি বাতাসে।

মল্লারা বাঁধে গান

আজ যেন কবি সে,

সকলে বেজায় খুশি

এ ছুটির অবকাশে।



Rate this content
Log in

Similar bengali poem from Romance