STORYMIRROR

Debasree Banerjee

Abstract Tragedy

3  

Debasree Banerjee

Abstract Tragedy

নির্মম একশোগোধূলি(দেবশ্রী)

নির্মম একশোগোধূলি(দেবশ্রী)

1 min
216

একশোর সাথে যত বাড়ছে গুণ চিহ্ন,

শক্তি তার অপ শক্তিতে পরিণত হচ্ছে-

মহামারী প্রলয়ের রূপ ধরে বিভিন্ন।।

খুঁজে পাচ্ছো না আত্মীয় কুটুমদের,

সাহায্যের জন নেই তেমন কেউ ধরার হাত,

অর্থ থেকেও আজ যেন নিরর্থ 

হতাশ ভীত জীবনের-

দরিদ্র ভিখারীর সাথে এক মৃত মূল্যহীন হয়ে দেহ পাত।।

খুঁজে পাচ্ছো না তোমার লাশ বইবার নেই পর আপন তেমন কেউ,

ঘাটে মাঠে ফুটপাতে,

যেন অপঘাতে মৃতকে অপরাধী খুনি রেখে গেছে বেওয়ারিশ লাশ বোঝাতে।।

মহাশ্মশান আজ সত্যিই মহান রূপে দিতে পারছেনা দেহ পুড়তে স্থান,

কোথায় দেবে কবর?

কোথায় লুকাবে হিংস্র পশুদের থেকে তোমার ওই সাধের লালিত দেহ খান?

 বাড়িতে জ্বলছে মৃতদেহ কারো করোনায় আক্রান্তর,

অঙ্গ পদযুগল ধরেও আতঙ্কিত ভয়ে আপনের অন্তর।।

মৃত্যু সাগরে তুলেছে তুফান অকাল অতি তার দূর গতিবেগ, ভাসছে বস্ত্রহীন হয়ে নগ্নদেহ মাংস হীন হয়ে

নদী গঙ্গা ঢেউয়ে ভাসছে,অবহেলায় ভাসছে সাথে যেন দূরত্বে বিষন্ন আবেগ।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract