#আলোর যাত্রী #গোধূলি(দেবশ্রী)
#আলোর যাত্রী #গোধূলি(দেবশ্রী)
আলোর দিশা পাবে বলে
যাত্রী তোমার যাত্রা করেছো শুরু,
গভীর অন্ধকার যতই আসবে কাছে,
যেন লক্ষ্যে পৌঁছানর পথ এসেছে,
হতে চলছে অবসান দুর্গম পথের শেষ -
যেখানে আলো স্পর্শ আছে,
লক্ষ্যের সূর্য হাঁসে ফুল দলে।
পাহাড় সমান নিষেধের শুধু কৃত্তিম তৈরি আর এক পাহাড়,
মিথ্যে,কিছু সংসয়,অহংপাথর দিয়ে যার।
ডিঙিয়ে/পেরিয়ে যাও ভরসায় তাঁর,
জয় করো শক্তি সাহসের নিয়ে সাথে তলোয়ার।
আকাশ সূর্য অস্তের পালা
ক্লান্ত পথিক যদি হও ফেরো ঘরে,
ওগো যাত্রী!
সন্ধ্যা-রাত্রি শেষের পরে..,
আরেক নতুন দিন আসবে দ্বারে,
উষা ভোরে প্রভাত বেলা।
সূর্য উঠলে তার আলো রাখবে ঢেকে,কে আছে এমন শক্তিধর!
চাঁদের মৃদু জোৎস্না তাও বন্দি করতে পারো,
কি করে বলো?পারবে না,
হবে ব্যর্থ সে,তাই যাত্রী চল পথ...,
শত্রু আর বাধারা হবে নিরুত্তর।
