গনপ্রজাতন্ত্র দিবস ২
গনপ্রজাতন্ত্র দিবস ২
রক্তের নামে লেখা আছে শপথ
যত শহীদ বলি দিয়েছে প্রাণ
ততই বুকের বল এনেছি ঘিরে
সাক্ষী আছে শতাব্দী
আমরা হারতে শিখিনি
যত মারা হবে, এবং মারা হয়েছে
ততই জন্ম নেবে
এক একজন নেতাজী।।
