ইমিউনিটি
ইমিউনিটি


এমনই তো কথা থাকে
সবকিছুই একসময় দৃঢ় হতে হতে
ছাই হবে, আগুনে ফিরে যাবে
মাটির কাছে, জলের কাছে ,
উদ্ভিদের কাছে ।
কেউ কেউ ছায়ার এপারে,
কিংবা রাস্তার ওপারে ।
কেউ'বা বিষাদে, কেউ'বা আস্বাদে
এমনই কথা থাকে
সময় পেরোলে স্বপ্নরাও একসময়
' ইমিউনিটি ' হয়ে যায় ।।