গণপ্রজাতন্ত্র দিবস - ৩
গণপ্রজাতন্ত্র দিবস - ৩


অবগুণ্ঠনের অন্তরালে ক্রন্দনরত আমার দেশ,
ধর্মের ভেদাভেদে বিভীষিকা আবহমান সময়ে;
আর কতবার তাদের ভিটেমাটি হারাবে মানুষ?
হতে হবে উদ্বাস্তু উৎখাত যাযাবরের পরিচয়ে!
হিংস্রতার কারাগারে বারেবারে আবদ্ধ আমরা,
অন্যায়-অবিচার-অবমাননার যন্ত্রণাটা প্রচন্ড!
আজও নারীরা লাঞ্ছিত আর গরীবরা বঞ্চিত,
রাজনীতির বিকাশের ঘূর্ণিপাকে রাষ্ট্র লন্ডভন্ড।
প্রজাতন্ত্রের আড়ালে হয়েছে চড়াও রাজতন্ত্র,
লিঙ্গ-জাতি-বর্ণ-ধর্মের উসকে দেওয়া বিভেদ;
অথচ 'ভারতবর্ষ' কিন্তু একটা আবেগের নাম,
সমবেত একতায় ফিরুক গণতান্ত্রিক অভেদ।