গণপ্রজাতন্ত্র দিবস-২
গণপ্রজাতন্ত্র দিবস-২


মুক্তির নির্মলতা আবদ্ধময় নব বাতায়নে,
রজ্জুর ফাঁসে কারারুদ্ধ চেতন শক্তি,
স্বাধীনতার প্রকৃত স্বাদ ও গন্ধ বোধহীন,
বোধের অনুরণন অস্তমিত কালের সোচ্চারে!
অধিকার হারিয়ে যাচ্ছে নীরবে নিভৃতে,
প্রকাশিত কলরব খোঁজে বেনামী ঠিকানা,
ঈশান কোণের একদা অজেয় সমষ্টি সংগ্রাম
কেঁপে ওঠে গণতান্ত্রিক অধিকারের আস্কারায়!