গঙ্গাসাগর স্নান ৪
গঙ্গাসাগর স্নান ৪
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
তোমার কাছে যা ধর্ম , যা পুণ্য
তা আমার কাছে মানুষ,
মানুষের শূন্যতা নির্বোধে, অস্পৃশ্যে
নদী কিংবা সাগর মানুষ চেনে
ভগবান বলতে অন্তর
এখানে গঙ্গা যা সাগরও তাই
মানুষ যা মনুষ্যও তাই
যা স্নান তাই পরিশ্রবন
এখানে স্নানের কোনো নিৰ্দিষ্ট অর্থ নেই
যা গঙ্গা, তাই সাগর, তাই এবার স্বর্গীয় ।।