ঘুম জাগানিয়া
ঘুম জাগানিয়া
আজ নির্জনে তুমি কানে কানে
বলছো কি যেন চুপিচুপি মোরে ,
আমি বুঝতে পারিনি তোমার কথা
শুধু মাথা দুলিয়েছি জোরে জোরে৷
আজ নির্জনে তুমি নয়নে নয়নে
মিলাতে চেয়ে কোন সে মাধুরী রেখা,
ভ্রূকুটি হানিলে বিজলী চমকে
পলকে পলকে হেথায় দিয়ে দেখা৷
আজ নির্জনে তুমি প্লাবনে প্লাবনে
কেন ভাসালে কপোল আঁখি নীরে,
তোমার হিয়া আজও কেন চঞ্চল
শুধু ঘুম জাগানিয়া স্বপ্নেরে ঘিরে?
