STORYMIRROR

মধুমিতা দেবনাথ

Romance Fantasy Others

3  

মধুমিতা দেবনাথ

Romance Fantasy Others

গভীরতা

গভীরতা

1 min
212

গভীরতা বোঝো... গভীরতা..?

 গভীর থেকে আরও গভীরের গভীরতা..

 অনুভূতির গভীরতা..

  দৃষ্টির বাইরের গভীরতা..

দেখতে পারো তুমি..সামনে থেকে বহুদূর..?

দেখতে পারো.. ?শুধু চোখের দিকে তাকিয়ে..

প্রচন্ড ভীড়েও.. সবকিছুর নিচে তলিয়ে গিয়ে ভাবতে..

দেখতে পারো.. ?হাঁসফাঁস করা গরমে..

 ওই নীল সমুদ্র.. রাতের শান্ত আকাশ..

ওই পাহাড়ের গা বেয়ে আসা..

  -ঝর্নায় ডুব সাঁতার দিতে..

 পারো..সবুজে মিশে যেতে..


   ওই.. চাঁদ কে ভালোবাসো?

 জানো.. আমি মেঘকে ভালোবাসি..

 যার একটু আড়াল.. ওই সুন্দর চাঁদ কে আরও অধিকতর সুন্দর বানিয়ে দেয়..


   সাদায় মেলায় কালো..

  কালো কে ভরায় আলো..

   তোমাতেই সাজি আমি..

  তোমাতেই আমি ভালো।।


Rate this content
Log in

Similar bengali poem from Romance