Anirban Das

Abstract

2  

Anirban Das

Abstract

এসরাজ

এসরাজ

1 min
519



ঠোঁটের লিপিস্টিক ছুঁয়েছে কাজল 

অজান্তে স্নাত ঈগল ভোর এনেছে নুর 

তিথিপ্রণীর উপমা দিতেই চেয়েছিলাম, কিন্তু বিস্ময় চিহ্ন 

ফেলে যাওয়া মাইলস্টোনে হিরণ্যদ স্বর !


প্রহারে পাংশু জ্বলন্ত সুন্দর 

তবুও সুন্দর মৃত্যু , আমি বার বার পুড়েছি 

ঘেটেছি তোমার মৃণালে 

বৃহদরণ্যের চেয়েও তর্ক, কাজল চিবিয়ে খেয়েছে !


অদৃষ্টের বায়ু মুহূর্তের ভার , দেখেছে নদী নামের জল 

আবর্তনে ভেসে গেছে রূপোর গোয়াল ঘর...


দুটো পিরামিড, দুই খন্ড কালো ধূমিকা পরামৃত, একটু চুমু 

       ... বাজছে এসরাজ !



Rate this content
Log in