একটা দিন
একটা দিন


ঘৃণার চাদরটা সরিয়ে দ্যাখো
ভালোবাসা মাখা একটা দিন,
অপেক্ষায় তোমার ভালোবাসার,
আর থেকো না হয়ে হৃদয়হীন,
ভালবাসতে তুমি পারো জানি
কিন্তু ভালোবাসা পেতে ভয় হয়
তুমি কি জানো ঘৃণায় নয়
ভালোবাসাতেই লেখা আছে
মানুষের জয়।
শুধু একদিন নয়, বছরের প্রতিটি দিন
যেনো হয় ভালোবাসার
ভালোবাসার আবিরে রঙিন হোক
হৃদয় সবার।