"একমুঠো আশা "
"একমুঠো আশা "


পিছু ফিরে চাওয়া
কিছু ফিরে পাওয়া,
শুধু ধরে রাখা
একমুঠো স্মৃতিতে।
কিছু ফেলে আসা
কিছু ভালোবাসা,
কিছু বা নেশা
নতুন আশাতে।
স্রোতে ভেসে যাওয়া
নিয়ে যুগের হাওয়া,
পাল তুলে দেওয়া
ভাঙা সে নৌকাতে।
পিছু ফিরে চাওয়া
কিছু ফিরে পাওয়া,
শুধু ধরে রাখা
একমুঠো স্মৃতিতে।
কিছু ফেলে আসা
কিছু ভালোবাসা,
কিছু বা নেশা
নতুন আশাতে।
স্রোতে ভেসে যাওয়া
নিয়ে যুগের হাওয়া,
পাল তুলে দেওয়া
ভাঙা সে নৌকাতে।