STORYMIRROR

ANURADHA BHATTACHARYA

Romance Others

3  

ANURADHA BHATTACHARYA

Romance Others

"একমুঠো আশা "

"একমুঠো আশা "

1 min
225


পিছু ফিরে চাওয়া

কিছু ফিরে পাওয়া,

শুধু ধরে রাখা

একমুঠো স্মৃতিতে।


কিছু ফেলে আসা

কিছু ভালোবাসা,

কিছু বা নেশা

নতুন আশাতে।


স্রোতে ভেসে যাওয়া

নিয়ে যুগের হাওয়া,

পাল তুলে দেওয়া

ভাঙা সে নৌকাতে।




ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Romance