ছেঁড়া শিকড়
ছেঁড়া শিকড়
শৈশব কেটেছে যেথা
না শহর, না পুরো গ্ৰাম।
খেলার মাঠ সহ, বন্ধু কত -
সুন্দর ছিল সে ধাম।
ফল-ফুলের গাছ ছিল,
ছিল বিরাট উঠোন।
নাচ-গান, হাসি খেলা
ভরে ছিল মন।
জীবনের এক ধাপ
পেড়িয়েছি যবে ,
বুঝলাম এই সব
ছেড়ে যেতে হবে।
আমার শিকড় ছিল
যেই জমি-মাটিতে,
তাদের ছেড়ে চলে যেতে
কি বিষম যন্ত্রণা যে।
ধীরে ধীরে জমে ওঠে
মনের কোণে ভয়।
নতুন জায়গা সেথা,
না জানি কেমন হয়!
যৌবনের শুরুতে তখন
নতুন শহরে এসে,
ভয় ভুলে, খুশিতে মেতে
দিন কাটে অবশেষে।
হেথা নতুন বন্ধু সবে
নিল আপন করে ডেকে,
ছেড়ে আসার দুঃখ সব
মুছে গেল মন থেকে।
নাচ-গান, নাটক নিয়ে
ছিলাম আনন্দেতে,
শৈশবের থেকে ও বেশি
পেলাম যৌবনেতে।
৩৭ বছর দুঃখে -সুখে
ছিলাম বেশ মেতে,
হঠাৎ এক দমকা হাওয়া
নিয়ে এল বম্বেতে।
নাতি নিয়ে সময় হেথা
কাটছে মন্দ না,
তবু , ফেলে আসা ভালোবাসা
ভোলা তো যায় না।।