STORYMIRROR

ANURADHA BHATTACHARYA

Abstract

5.0  

ANURADHA BHATTACHARYA

Abstract

" পাড়া বেড়ানি "

" পাড়া বেড়ানি "

1 min
430


বিয়ের আগে আমায় নিয়ে

মাগো, ছিল তোমার ভয়।

পাড়া-বেড়ানি মেয়ে তোমার

কেমনে শাশুড়িকে করবে জয়!


সহজ-সরল মনটা আমার

ছিল সদাই চনমনে,

ভয়ের বীজ দিলে বুনে

অকারন সেই মনে।


বরের পাশে গাড়িতে বসে

প্রথম যাত্রা শুরু,

খুশির সাথে কেমন যেন

বুক করে দুরু দুরু।


নতুন বাড়ি , নতুন লোক

অজানার সেই ভীড়ে

শান্ত হয়ে দুটো দিন-

জানিনা , ছিলাম কেমন করে! 


ভাঙলো ভয়, হ'ল জয়

মাগো , শুনবে কেমন ক‌রে?

'শাশুড়ি মা 'ও পাড়া বেড়ায়

আমার মতন করে।।     


Rate this content
Log in

Similar bengali poem from Abstract