আত্ম মন্হন
আত্ম মন্হন


কখনও অল্পে খুশি কখনও বসে ভাবি
এ জীবনে কি পেয়েছি !
করার ছিল অনেক কিছু, সময় নষ্ট করেছি শুধু।
ভাবিনি কভু , কি দিয়েছি।
আশায় বেঁধে বুক, ছুটে চলায় কত সুখ,
তবুও হতাশ হয়েছি।
আশাতীত কত পাওয়া, মনে খুশির হাওয়া,
জানিনা কেমনে তা ভুলেছি !
বিচিত্র এ মন , জানেনা কোথায়, কখন
কেন যে ছুটে চলেছি।।