STORYMIRROR

tutul panda

Drama Horror Romance

3  

tutul panda

Drama Horror Romance

একাকীত্ব

একাকীত্ব

1 min
278

থমথমে আজ সকল অনুভূতি।

দমকা হাওয়ায় হঠাৎ টলে ওঠে।

বিরহ স্বপ্ন আঁকে,স্মৃতিকণায়।

একাকিত্ব বাঁসা বাঁধে

একবুক বৃষ্টির জলে,

নীরবতায় আজ সে একা

নীরবতার দূরত্ব এখনও!

সমগ্র বিশ্বের মৃত্যু, 

মৃত্যুকে ছাপিয়ে শাশ্বত জীবনের গৌরব সম্পূর্ণরূপে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর।

দাউ দাউ করে জ্বলছে,পুরছে,ছিঁড়ছে

তবু যোদ্ধা সে।

সে ও ভাবে, নতুন সকাল আসবে।

তাই আশায় আশায় পাপড়ির পাতায়,

স্মৃতির স্তম্ভে দাঁড়িয়ে শুধু সময়।



Rate this content
Log in

Similar bengali poem from Drama