STORYMIRROR

tutul panda

Drama Romance Others

3  

tutul panda

Drama Romance Others

ভালোবাসার হাত

ভালোবাসার হাত

1 min
254

এমন নয় যে,

কেউ ভালোবাসার হাত বাড়ায়নি।

কিন্তু কি করবো বলো,

তোমার জন্য গচ্ছিত ভালোবাসা আর কেউকে দেওয়ার সাহসটা যে আজো হয়ে উঠেনি।


এমন নয় যে,

কেউ মন পাওয়ার আবদার করেনি।

কিন্তু কিভাবে দেবো বলো,

তোমার স্মৃতির বন্ধনের সুতোয় মনটা যে আজো আটকে আছে।


এমন নয় যে,

কেউ হাতের মুঠোয় সুখ এনে দিতে চায়নি।

কিন্তু কিভাবে নেবো বলো,

আজো আমার হাতের মুঠো যে তোমার অবহেলাতেই পূর্ণ।


এমন নয় যে,

কেউ নতুন সম্পর্কের সূচনা করতে চায়নি।

কিন্তু কিভাবে করবো বলো,

প্রাক্তন উপাধিটা যে তোমায় আজো দিতে পারিনি।


ভবিষ্যতে কি হবে জানিনা,সত্যিই জানিনা

কিন্তু করবো বলো,

মন আজো তোমাকে ভাবে চির বর্তমান যা আমি কখনো হয়তো বদলাতে পারবোনা।



Rate this content
Log in

Similar bengali poem from Drama