STORYMIRROR

tutul panda

Comedy Drama Inspirational

2  

tutul panda

Comedy Drama Inspirational

বর্ষা

বর্ষা

1 min
197

চাইলে তুমি ভিজতে পারো

অঝোর বৃষ্টি ধারায়,

রাখতে পারো দৃষ্টি তোমার

জোৎস্না মাখা তারায়।

পাখির মতো ডানা মেলে

উড়তে যদি চাও,

ভালোবাসি বললে শুধু

পূরণ হবে তাও।

আরো যতো ইচ্ছে তোমার,

যতো আছে শখ,

সব মেটাতে আছে আমার

ইচ্ছে-পূরণ রথ।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Comedy