এক টুকরো আশা
এক টুকরো আশা
মনের মাঝের অবচেতন মন কি জানে না
তার এগিয়ে চলা গতির অব্যক্ত ইতিহাস।
ফিরে তাকিয়ে দেখব ভেবেও
সময়ের কিঞ্চিৎ হাতছানি কিন্তু কড়া শাসনে
আজও পরিহাস করে
তার শ্রেষ্ঠতার চাবিকাঠিকেই প্রাধান্য দিয়েছে।
স্পর্ধা দেখায়নি বললে ভুল হবে,
কিন্তু পার্থক্যটা কিন্তু একটি বারের জন্য হলেও
তার ভারসাম্য হারায়নি।
তাই অগত্যা বাস্তবকেই সত্য মেনে
পথ হারাতে তৎপর হলাম।
মনে শুধু থাকল আসার এক অতৃপ্ত বাসনা।
যার মমতাময় আকুল ধ্বনির কলকাকলি
প্রতিনিয়ত ভেসে আসে বাতাসের তাচ্ছিল্যের ভঙ্গিমায়।
জীবন কি শুধু মায়াজালে ঘেরা সাদা কালো কিউমুলোনিম্বাস?
নাকি মনের ক্যানভাসে জীবিত রয়েছে রঙিন সত্য
যার আসায় পথের ধারে ওই কুকুরটা
প্রতিদিন তাকিয়ে থাকে আমার জানলার দিকে
এক টুকরো রুটির আসায়।
এ যেন এক মারণ ব্যাধি
যা প্রতিনিয়তই গ্রাস করে চলেছে
বর্তমান থেকে ভবিষ্যৎ।
সময়ের জাঁতাকলে শুধু পিষে যাচ্ছে
একের পর এক কত না বলা অভিভাবকহীন মূল্যবোধ।
বোধ করি একদিন এই অন্ধকারের কুয়াশা কেটে
কোনো এক সোনা-ঝড়া রোদ ঝলমলে দিনে,
আবার মাথা চাড়া দিয়ে উঠবে,
দীর্ঘ লড়াই করা একটি সবুজ তৃণ এই আবর্জনাতেই
''আশা রাখলাম...''