এ কেমন তুমি
এ কেমন তুমি


"এ তুমি কেমন তুমি" সব কিছুকে ধংস করো-
কার উপরে উগ্র ক্ষোভের দৃষ্টি হানো,
কাঁপছে ভূমি মৃত্যুভয় তাও কি জানো।
"এ তুমি কেমন তুমি" দাবানলের রুপটি ধরো।।
"এ তুমি কেমন তুমি" অহম চাকা স্তব্ধ করো-
দুঃস্বপ্নের কঠিন সাজা দিচ্ছো কেনো,
অসহায় শিশুর মত আমরা যেনো।
"এ তুমি কেমন তুমি" নগ্ন চিতায় অট্টহাসি দিতে পারো।।
"এ তুমি কেমন তুমি" মায়ের আঁচল শূন্য করো-
সবুজ মাঠে ক্ষুধার হাহাকারের ধ্বনি,
কোথায় যেনো হারালো সব জ্ঞানের বাণী।
"এ তুমি কেমন তুমি" রক্তবীজে পৃথ্বী ভরো ।।
"এ তুমি কেমন তুমি" শূন্য মাঝে বিরাজ করো-
দু-মুঠো চাল ছিনিয়ে নিলো বসত-বাড়ি।
রাতের তারায় পুড়ছে আজও সকল নারী।
"এ তুমি কেমন তুমি" দু চোখ বুজে জীবন গড়ো।।