দূর্ঘটনায়
দূর্ঘটনায়


জীবন তো ঘটনার আধার
সেখানে নিত্যনতুন ঘটমান ঢেউ
তার ছোঁয়ায় কখনো খলখলিয়ে হাসি
কখনো ধাক্কায় ভেঙে চুরমার হয়ে যাই।
যখন বেপরোয়া বাতাস সব তছনছ করে দেয়
ঘোলাজলে শ্বাস রুদ্ধ হয়ে যায়
জলকাটা দই এর মতো খণ্ড খণ্ড হয় জীবন
তখনই অশুভের ইঙ্গিত মেলে।
বিধাতার নিষ্ঠুর পরিহাসে থমকে যায় সবকিছু
অসময়ের কালবৈশাখী ছিন্ন ভিন্ন করে
যাবতীয় সুখের সেতু
ঠিক তখনই জীবন হারিয়ে যায়
দূর্ঘটনার অতল আঁধারে।