STORYMIRROR

Sekhar Bandyopadhyay

Abstract Classics

4  

Sekhar Bandyopadhyay

Abstract Classics

দুর্গোৎসব(শরৎকাল)

দুর্গোৎসব(শরৎকাল)

1 min
207

শরৎকালের আকাশে যখন সাদা মেঘ ভাসে,

দেবীর আগমনের বার্তায় তখন সারা বাংলা হাসে।


শরৎকালেই দেখা যায় যত ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব,

কিন্তু রোগ-জ্বালা মেটাতেই হয় দেবী দুর্গার আবির্ভাব।


একেক বছরে একেক রকম দেবী দুর্গার আসা যাওয়া,

তারই জেরে মোদের যত ভাল মন্দের প্রভাব পাওয়া।


অশুভ গমনাগমনে যেমন হয় ক্ষয়ক্ষতি লাগামছাড়া,

শুভ গমনাগমনে তেমনই পাই শস্য শ্যামলা বসুন্ধরা।


অসুর বিনাশ করতেই দেবীর মর্তে আগমন,

সুখ শান্তি স্থাপন করেই দেবীর কৈলাশে গমন।


বছরভর দেবীর দেখায় আমরা মুখিয়ে থাকি,

দুর্গোৎসবই সেরা উৎসব আছে নাকি!?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract