দুর্ঘটনা
দুর্ঘটনা


পৃথিবীর উষ্ণতা চলছে বেড়ে,
পরোয়া করি কতটুকু?
জলের তলায় সলিল সমাধি,
সময়ের অপেক্ষা শুধু।
মানুষ আমরা আজ স্বার্থপর,
ভবিষ্যতের ভাবনা কম;
বুঝতে পারছি না আমরা কেন
সামনেই দাঁড়িয়েছে যম!
মৃত্যু আমাদের অবধারিত,
দেরি করতে পারি কেবল;
দুর্ঘটনা তো কবেই ঘটিয়েছি!
বাকি খেতে শুধু ছোবল।