দুর্গা স্তোত্র
দুর্গা স্তোত্র


মা তুই কেমন দুর্গা বল?
নয় হাতে তোর নটা কৃপাণ, এক হাতে বরাভয়-
(তবু,) জন্মের আগে তোর বীজ কেন জরায়ু তে খুন হয়??
নিঃশেষ কি শক্তি মা তোর, হারিয়েছে তোর বল?
মা তুই কেমন দুর্গা বল?
মা তুই কেমন দুর্গা বল?
বাসে, ট্রেনে যত অমানুষ তোকে চোরা চাউনি তে চাটে -
উলঙ্গ তোর ভুক্তাবশেষ পড়ে থাকে মাঠে, ঘাটে ,
টিউশনী পড়ে, ফাঁকা রাস্তায় ফিরছিস রাত করে -
তোরই সন্তান, তোর মুখে মা অ্যাসিড এর বাল্ব মারে,
নির্বাক তুই, নির্বল তুই; হাসে অসুরের দল II
মা তুই কেমন দূর্গা বল ?
মা তুই কেমন দুর্গা বল
বুকের দুধে সিঁচলি যাকে, দিলি ঠান্ডায় ওম,
সেই কেন মা গো তোরই জন্যে খোঁজে বৃদ্ধাশ্রম II
মুখ বুজে সব সয়ে সয়ে মা, আজ তুই অসহায়
তোরই সৃষ্টি আজ তোকে মা জমিতে মাড়িয়ে যায় II
অসুর নাশিনী দনুজ দলনি, জেগে ওঠ এক বার
কোটি কোটি তোর দুর্গা রা হোক দুর্জয়, দুর্বার II
অকাল বোধনে, মা তোর চরণে এই প্রার্থনা রয়
দুর্গা রা তোর নিরাপদে থাক, অসুর রা পাক ভয়
মা তুই এমন দুর্গা বল
এমনি কি মা তুই অসুর দলনি, এমনি কি তোর বল !!
মা তুই এমন দুর্গা বল !!!