STORYMIRROR

Sipra Debnath

Abstract Tragedy Action

3  

Sipra Debnath

Abstract Tragedy Action

দুঃসময়

দুঃসময়

1 min
211


দেখছো কি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে

কিভাবে হেনে যায় নিঃসহায়ে?

দেখেছ কি প্রতিকার বিহীন মৃত্যু ছায়ে ধরেছে ঘিরে

তোমারে আমারে সকলেরে?

অন্তর থেকে বিদ্বেষ নাশো বলে দিলেই

হয় কি বিদ্বেষ নাশ?

দেখছোকি কি যন্ত্রণায় মরছে একের পর এক?

যারা দিল বিষায়ে তোমার আমার

শান্তির নিশ্বাসের মুক্ত বায়ু

যাদের জন্য নিভতে বসেছে তোমার জীবন আয়ু

দুঃস্বপ্নের অনন্ত গহবরে নিমজ্জিত হচ্ছে

তোমার আমার স্বপ্নের ভুবন

কি বলে তোমার অন্তর?

ক্ষমা করে দিয়ে যাবে তাদের?

সেএক মহৎ গুণ বটে নয়তো সহজ,

দেখো আর অসাবধানতা নয়

জেগে থাকো জাগিয়ে রাখো অতন্দ্র প্রহরীর ন্যায়।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract