দুঃখ-সুখ
দুঃখ-সুখ
দুঃখকেও কখনো কখনো সুখ বলে মনে হয়,
আবার অতিরিক্ত সুখেও চোখে জল এসে যায়।
সবটাই টাইম আর স্পেস এর খেলা !
বুঝে হোক, না বুঝে হোক সবাই খেলে চলেছি।
কেউ জিতে গিয়ে হাসছে, কেউ কেঁদে ভাসাচ্ছে,
কেউ কেউ আবার ইচ্ছে করে ছুটি নিয়ে নিচ্ছে,
কিন্তু আদৌ কি এই কালের চক্র থেকে ছুটি পাচ্ছে ?
জীবনে সময়ের বড়ই অভাব,
সময়ের সাথে যে অনবরত পাল্লা দিয়ে চলেছি।
তবু সময়ে কি আমরা ছুঁতে পারছি!
কিছুটা জানা অতীত আর সম্পূর্ণ অজানা ভবিষ্যত,
এই নিয়েই তো সকলে এই সংসারে চলছি।
যতোই স্কুলে পড়াশোনা করানো হোক বর্তমান কাল,
আমার তো মনে হয় এটা শুধু করে আমাদের বেহাল!
বর্তমান বলে সত্যিই কি কিছু থাকতে পারে?
না না না বর্তমান আমাদের ছেড়ে গেছে চলে,
সবটাই আসলে অতীত হয়ে গেছে।
ঈংরেজীতে আছে এক কথা প্রেজেন্ট পারফেক্ট বলে,
টিচারের বকুনি খেতে হবে কিন্তু হাসি পেলে !
তবু কিছুটা স্বীকার করা হলো বর্তমান নেই বলে।
"আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল" দেশে
মাথা নীচে, পা ওপরে, মানুষ নাকি উল্টো হয়ে চলে।
কিন্তু বেশী রক্ত মাথায় গেলেও বিপদ!
মাথাটা তো আর নয় কোনো ডাস্টবিন!
যতটা সম্ভব মাথা ফাঁকা রাখা তবু ভালো,
হাবিজাবি, ফালতু জিনিস ঠুসে রাখা মানেই আপদ।
সংসারে চলা যায় তাহলে একটু হালকা চালে,
বোঝা যায় না তাতে দুঃখ অথবা সুখ কাকে বলে !
সংসারে এসে সবটাই উপভোগ করা ভালো,
সকলের জীবনেই যেন থাকে কিছুটা আলো।
