STORYMIRROR

Manik Goswami

Abstract Others

3  

Manik Goswami

Abstract Others

দৃষ্টি ভঙ্গী

দৃষ্টি ভঙ্গী

1 min
215

 


তোমায় যদি প্রশ্ন করি কোনটা লাগে ভালো,

নতুন ওঠা সূর্য নাকি আকাশ ভরা কালো |

তোমার মতে নবারুণের তুলনা মেলা ভার,

এমন দীপ্ত মাধুর্য্য বলো কোথায় আছে, কার |

আকাশ জুড়ে আলো এনে জগৎ অন্ধকারায়

দুরীভূত করে নতুন প্রাণের নবীন মাদল বাজায় |

তোমার মতের সবটাই ঠিক তবুও হবে ক্ষুন্ন,

আমার মতটা তোমার মতের পুরোপুরি ভিন্ন |

অন্ধকারটা ভালো লাগে বলছি কেন জানো,

ওরই মাঝে লুকিয়ে আছে নবীনতার টান ও |

অন্ধকারায় থাকলে তবে ইচ্ছে জাগে মনে,

কেমন করে আপন বলে আনবো নবারুনে |

পেয়ে গেলে পাবার কোনো ইচ্ছে জাগে না আর,

না পাওয়াতেই পাবার ইচ্ছে হয় যে দুর্নিবার |

স্বাধীনতা পায়নি বলেই স্বাধীনতার লাগি,

একমত একপ্রান হয়ে দিয়েছে জীবন ত্যাগী |

ইচ্ছা ছিল, চেষ্টা ছিল, ব্যক্তি ছিল জনে,

ব্যক্তিত্ব হারিয়ে আজ নেমে গেছি নীচাসনে |

স্বাধীনতা পেয়েই ভেবেছি অনেক কিছু পেলাম,

ভুলেছি তাদের যাদের আজিকে অতীতেই রেখে এলাম |

ভুলেছি তাদের আদর্শ আর তাদের দেখানো পথ,

পাবার আনন্দে আত্মবিভোর ছুটায়েছি মনোরথ |

তাদের মনে চেষ্টা ছিল নিজের জীবন দিয়ে,

ভবিষ্যতের নবীন আলোয় নিজের মেনে নিয়ে

আসবে যারা সকলেই যেন সুখী হয় চিরদিন,

শান্তি যেন চিরস্থায়ী আর হাসি হয় অমলিন |

আমরা ভেঙেছি তাদের স্বপ্ন, তাদের আকাঙ্খায়,

ভরিয়ে তুলেছি নিজের জগৎ অবিচারে, অন্যায় |

ভাই এর জন্য রক্ত দিয়েছে ঈর্ষা ছিল না মনের,

এখন আমরা বিরোধে মেতেছি রক্ত শুষছি জনের |

বড় কষ্ট, বড় দুঃখ, বড় ব্যাথা আছে প্রাণে তাই,

তোমার মতের থেকে নিজেকে সরিয়ে নিয়েছি ভাই |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract