দোষ
দোষ
ফল্গু ধারার মতো অব্যক্ত অভিমান যতো,
অনাথের মতো ক্রন্দনরত,
দাঁড়ালে আয়নার সম্মুখে হয় বিপরীত মুখে ,
প্রতিফলিত প্রতিনিয়ত।
ক্রোধ দ্বারে কড়ানাড়ে অছিলা অন্যের ঘাড়ে,
নিজ দোষ চাপাবারে,
বিক্রম বেতালের মতো অবশেষে দোষ শত,
করে যায় বারেবারে।
এতো দোষের বোঝা চাপানো নয় সোজা,
ঘুরে আসে প্রতিক্রিয়া,
শেষে ধামাচাপা দিতে বেঁধে দোষের ফিতে,
বাঁচি মরণে ঝাঁপ দিয়া।
