দিশারী-৪
দিশারী-৪


এসেছো তুমি জগৎ মাঝারে
হতে দীনের সখা,
বিপদে-আপদে তোমাকে মোদের
মনের মাঝে রাখা।
বন্ধু হয়ে বাড়িয়েছো হাত
প্রভু হয়ে দিয়েছো
তোমার চরণে মোদের ঠাঁঁই
তাইতো মোরা সর্বদাই সাবধানেতে রই।
তোমার বাণী জপমালা হয়ে
রয়েছে হৃদয় মাঝারে
শয়নে স্বপনে তাইতো তোমায়
ডাকি বারংবারে।
এ জীবন শেষে তোমার চরণে
ঠাঁঁই হয় যেন প্রভু,
দুঃখ জ্বালা সহন করতে
হয়না যেন কভু।