STORYMIRROR

Pulak Das

Abstract Inspirational

3  

Pulak Das

Abstract Inspirational

দিওয়ালি

দিওয়ালি

1 min
145

জ্বলছে প্রদীপ হোমসাইড 

 আর চারদিকে লাইট;

 গৃহের প্রাচীরই হোক বা রোডসাইড 

 সর্বত্রই লাগছে ব্রাইট।


 মনে সাধ,জিভে জল

দেখে মিষ্টির দোকানে নানা রকমের সুইটস;

 হোক সে গরিব তবু বুকে আছে বল

এ রিয়াল সুইট-লাভার নেভার কুইটস।


 বর্ণচ্ছটা করে ঝলমল

 নেই চোখে ঘুম, রাত্রি নিঝুম;

 নয়ন দুখানি করে টলমল

 পুড়িয়ে বাজি- বাজিয়ে সংগীত ঝুম,ঝুম বরাবর ঝুম।


 করোনা কলুষিত এ মহামানবের তীর্থ

 করে গালাগাল আর ফাইট;

 প্রত্যেকে আমরা সকলেই সতীর্থ

 উস্কানি দিয়ে কাউকে করোনা মিসগাইড।


 জাতি ধর্ম নির্বিশেষে করো ইন্টিগ্রেশন

 নব প্রজন্মের এটাই হোক ফ্যাশন;

 পুরাও মনের সাধ, ভুলিয়া পুরনো বিবাদ

 মনে প্রানে সকলে বল দীপাবলি জিন্দাবাদ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract