দিকশূন্যপুর.....
দিকশূন্যপুর.....
না, আজ দিকশূন্যপুরের দিকে নয়
রাস্তা আজ তুমি মানুষের দিকে চলো।
আজ নির্জনে সৌখিন বারান্দায় বসে নয়
গিটারকে বলেছি আজ তুমি প্রতিবাদে বাজো।
চিৎকারের সঙ্গে আরও গাঢ় করতে হবে
আমাদের সমস্ত প্রতিবাদ ।
ধর্ষিতা হচ্ছে মা-বোন,বাস্তুহারা হচ্ছে লোকজন
বন্দুক ঠেকানো মাথা নিয়ে ঝুঁকে আছে আমাদের দেশ,
ত্রিশূল এবং তরবারি,কোরান এবং গীতা দিয়ে
খিদের যন্ত্রণাকে কি ভোলানো সম্ভব?
কাজ নেই, পুঁজিপতিদের নেওয়া ঋণে সর্বস্বান্ত আজ এই দেশ।
বলো তো এখন কি মানায়, দিকশূন্যপুরের দিকে চলে যাওয়া আমাদেরও ?
এখন কি সঠিক বারান্দায় বসে একা-একা গিটার বাজানো?
যত কবি আছ দিকে দিকে,যত শিল্পী আছ রাজ্যে দেশে
রয়েছ শিল্পী গায়ক যত পাড়ায় যত মহল্লায়
শব্দে-রংয়ে-প্রতিবাদে শুরু হোক কলরবের বারুদ-যাপন।
নির্জনতা নয়, মানুষের হাতে হাত ধরে আজ ছুঁয়ে থাকবার দিন।
